শাবিপ্রবির নতুন হিসাব পরিচালকের দায়িত্ব পেয়েছেন সোহেল উদ্দিন আহম্মদ

- আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন হিসাব পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ।
রবিবার(১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হিসাব পরিচালক আনম জয়নাল আবেদিন এর চুক্তিভিত্তিক মেয়াদ ১৭ জানুয়ারি ২০২৩ এ শেষ হবে। এর প্রেক্ষিতে হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহম্মদকে ১৮ জানুয়ারি হতে পুনঃরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসাব পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হল। তিনি বিধি মোতাবেক ভাতা সহ অন্যান্য সুবিদা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব নিয়ে সোহেল উদ্দিন আহম্মদ জানান, দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কৃতজ্ঞতা জানাই। সব সময় যেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব পালন করে কাজ করতে পারি তাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি।