রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার সকাল একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭৯৯টি ইয়াবা, ৪৮ গ্রাম হেরোইন, ৫২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৭৫০ মি.লি দেশি মদ জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।