নতুন বছরে ময়মনসিংহ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ৫৬ তম ফ্রী ক্যাম্পেইন
- আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে
রক্তদানের কার্যক্রমকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র মময়মনসিংহ জেলা শাখা এর উদ্যোগে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ঝালুয়া বাজারে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ ১২ ই জানুয়ারী ২০২৩ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইন সকাল ৮:২০ এ শুভ উদ্ভোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মাওলানা রুহুল আমিন সাহেব। এ সময় তিনি বলেন, “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য।
কারণ,আমাদের প্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্র আর্থিক ভাবে দুর্বল। তাদের পরিবার হয়তোবা কখনো মেডিকেলে গিয়ে টাকা দিয়ে ব্লাড টেষ্ট করাবে না। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে অনেক এতিম ছাত্র রয়েছে যারা মাদ্রাসা তহবিল থেকে পড়াশোনার খরচ বহন করা হয়। সেক্ষেত্রে তারাও বিনামূল্যে রক্তের গ্রুপ টেষ্ট করাতে পেরেছে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির কাছে আমাদের প্রতিষ্ঠান কৃতজ্ঞ থাকবে। সবসময় ছাত্রদের নিয়ে সকল সেচ্ছাসেবীদের জন্য দোয়া করে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আর কোন উপায় নেই। ।”
উল্লেখ্য, উক্তদিন সকাল ৮:২০ থেকে বিকাল ১২:২০ পর্যন্ত মোট ২৮৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে ময়মনসিংহে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৫৬ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।