সোনালী ব্যাংক থেকে চেক ছাড়াও ফোনের অ্যাপস থেকে উত্তোলন করা যাবে টাকা

- আপডেট সময় : ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

সোনালী ব্যাংকের গ্রাহক চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন।
বুধবার (১১ জানুয়ারি) সকালে সোনালী ব্যাংকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মোঃ দিলশাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
ব্যবস্থাপক জানান, সোনালী ব্যাংকের সকল শাখাই এ সার্ভিসের আওতাধীন। তার অংশ হিসেবেই আমাদের শাখাও এ সুবিধা প্রদান করবে। এজন্য সোনালী ই-ওয়ালেট অ্যাপস গ্রাহকের মোবাইলে ইন্সটল থাকতে হবে। সোনালী ই-ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার করে ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসতে হবে। এরপর ব্যাংকে এসে নির্দিষ্ট স্থানে টানানো QR code স্কেন করে ক্যাশ আউট সেকশনে টাকার পরিমাণ এবং মোবাইল নাম্বার দিতে হবে। এ কার্যক্রম শেষ হলেই ক্যাশ সেকশন থেকে গ্রাহকের অর্থ গ্রহণ করতে সক্ষম হবেন।
তিনি আরও জানান, এ সিস্টেমে কোন চেক লাগবে না। চার্জ নেই, দ্রুত সময়ে অর্থ উত্তোলন ও সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই।
এ সময় শাবিপ্রবি শাখার প্রথম গ্রাহক হিসেবে নগদ উত্তোলনকৃত টাকা গ্রাহকের হাতে তুলে দিয়ে স্বাগত জানানোর মুহুর্তে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, সিলেট এর মাননীয় ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এমরান উল্লাহ।