অসহায়দের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্বঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
হবিগঞ্জে শীতার্তদের মাঝে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ১১:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

সিলেট তথা বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, অসহায়দের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। কোনো দেশে অর্থনৈতিক ও সামাজিক অসমতা থাকলে সেই দেশে সামনের দিকে এগিয়ে যেতে পারে না।
দেশে তীব্র শীতে উষ্ণ কাপড় নিয়ে অসহায়দের পাশে দাড়ানোকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা হিসেবেই মনে করে। আমি এ জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই। তিনি শীতের শুরু থেকে সিলেটসহ বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হবিগঞ্জের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শত কিলোমিটার দূরে হবিগঞ্জে গিয়ে শীতবস্ত্র বিতরণ করায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রশংসা করেন অনেক।