সংবাদ শিরোনাম :
শাবিপ্রবি রেজিস্ট্রারের মায়ের মৃত্যুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শোক প্রকাশ
প্রতিনিধি, সিলেট
- আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান-এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সংগঠনটির সভাপতি ও বিশ্ববিদালয়ের সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন স্বাক্ষরিত থেকে প্রেরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় উল্লেখ করা হয়, আজ ১০ জানুয়ারি, ২০২৩ তারিখ বেলা ৩.৪০ মিনিটে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধনিয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর।
স্গনগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।