শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রিড়া উপকমিটির সভাপতি প্রফেসর আমিনা পারভীন।
সোমবার(০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে । পড়াশোনার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয় নিয়মিত বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে । আপনারা সকলে জেনে খুশি হবেন যে এবার প্রথম বারের মত ক্রিকেট প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহন নিশ্চিত করা হয়েছে। সকলের সহযোগিতায় প্রতিযোগিতার সফল সমাপ্তি কামনা করছি। সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খেলাধূলার মাধ্যম্যে অর্জিত ভাতৃত্ববোধ দেশ গঠনে আমাদের কাজে লাগাতে হবে। খেলাধূলা মনকে সতেজ, শরীরকে সুগঠিত রাখে। বিশ^বিদ্যালয় প্রশাসন সব সময় সকল ধরনের খেলাধূলাকে উৎসাহিত করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ক্রিকেট দলের ব্যবস্থাপক সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক , আর্কটেকচার বিভাগের ক্রিকেট দলের ব্যবস্থাপক সহকারী অধ্যাপক আর্কিটেক্ট সুব্রত সাহা, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ। উদ্বোধনী খেলায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগ আর্কিটেকচার বিভাগের মুখোমুখি হয়।