ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খুলনায় প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের নামে কেনা ৪ বিঘা জমির ওপর পাটগুদাম দেখতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়া থেকে রওনা হন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার আগেই খুলনা পৌঁছান প্রধানমন্ত্রী।
সড়ক পথে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে প্রধানমন্ত্রী দিঘলিয়া ঘাটে পৌঁছান। সেখানে নিজ মায়ের নামের পাটগুদাম পরিদর্শন করবেন। পরে খুলনায় ব্যক্তিগত সব কর্মসূচি শেষে সড়ক পথে টুঙ্গিপাড়ায় ফিরবেন।
এর আগে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বেলা ১১টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।