চৌহালীতে বিধবা নারীকে ধর্ষণ; গর্ভপাতে বাধ্য করলেন ধর্ষক মেম্বার
- আপডেট সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালীতে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষিতা গর্ভবতী হলে গর্ভপাতে বাধ্য করার অভিযোগ উঠেছে ধর্ষক স্থানীয় ইউপি সদস্য আরফান আলীর বিরুদ্ধে। আরফান আলী উপজেলার উমারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার বিধবা নারী রূপসী বেগম’র (ছদ্মনাম) স্বামী ১০ বছর আগে একটি নৌ দূঘটনায় মারা যান। তারপর থেকেই চার সন্তান নিয়ে শুরু হয় তার মানবেতর জীবন। জীবন যুদ্ধে টিকে থাকতে মাটি কাটা সহ অন্যের বাড়িতে কাজ করে সংসারের ঘানি টানতেন রূপসী বেগম। ইউপি সদস্য আরফান আলী সরকারি বিভিন্ন প্রকল্পে কাজের সুযোগ দেয়ার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।
পরে ওই নারী গর্ভবতী হলে জোর করে গর্ভপাত করতে বাধ্য করেন ইউপি সদস্য। বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষণের শিকার নারীকে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করেন এবং তার বৃদ্ধ মা-বাবাকে বিষয়টি গোপন রাখতে বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন। ধর্ষণের শিকার নারীর বৃদ্ধ বাবা-মা এ বিষয়ে বলেন, বাবারে আমার পায়ের নিচে মাটি নাই, আমরা নিরীহ মানুষ এ ব্যাপারে কিছু বলার মতো সাহস আমাদের নাই। ওই ঘটনার পর থেকে আমার মেয়ে কোথায় আছে আমরা জানি না। এখন আমার মেয়ের সন্ধান চাই। এর আগেও ওই ইউপি সদস্য এমন ঘটনা ঘটিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আরফান আলী বলেন, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমার সম্মানহানির চেষ্টা করছে একটি মহল।
এ ব্যাপারে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন- পরিবারের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।