নববর্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে
উচ্চশিক্ষায় অবদান রাখার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে প্রচেষ্ঠা অব্যাহত থাকবেঃ মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী সিলেটের শীতার্তদের পাশে দাড়িয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
রবিবার(০১লা) জানুয়ারী বিকেলে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, প্রভাষক উম্মে সায়মা, রেজিস্ট্রার তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, সহকারি পরিচালক আইটি সামির আহমেদ সেতু, প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, পরীক্ষা দপ্তরের কর্মকর্তা মোঃ আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতাস্বরূপ সবসময় অসহায়দের পাশে আছে। সিলেট তথা বাংলাদেশের উচ্চশিক্ষায় অবদান রাখার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।