ইংরেজি বর্ষবরণে বান্দরবানে বেড়েছে পর্যটক
- আপডেট সময় : ১০:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
ইংরেজি বর্ষবরণ উদযাপনে পর্যটকদের ভিড় বাড়ছে বান্দরবানে। বছরজুড়ে পর্যটকের আনাগোনা থাকলেও বিশেষ ছুটি ও শীতে এ জেলায় পর্যটক বাড়ে কয়েকগুণ। বর্ষবরণ উপলক্ষে এরই মধ্যে হোটেল-মোটেলের প্রায় ৫০ শতাংশ আগাম বুকিং হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) হোটেল-মোটেলে ব্যবসায়ীরা এ তথ্য জানান।
দুইদিনের সাপ্তাহিক ছুটি, ব্যাংক হলিডে উপলক্ষে পর্যটক আসতে শুরু করেছে বান্দরবানে। এরই মধ্যে অধিকাংশ হোটেলের প্রায় ৫০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। ফলে জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যাবসাও।
চট্টগ্রাম থেকে আসা নিথি দেবি জানান, বান্দরবান এসে কয়েকটি পর্যটন কেন্দ্রে ঘুরেছি। তবে নিলাচলের ভিউ মুগ্ধ করেছে।
কুমিল্লা থেকে আসা শিক্ষার্থী আফরোজা বিন্তে আলী জানান, গত দুই বছর করোনার কারণে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। এবার পরীক্ষা শেষে বান্দরবান এসে মেঘলা, শৈল প্রপাত, নীলগিরিসহ কয়েকটি স্পট ঘুরেছি। সব স্পটের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে। বিশেষ করে নীলাচলের সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়েছি। এছাড়া ইংরেজি নববর্ষের প্রথম দিনটা বান্দরবান কাটানোর প্রত্যাশা করছি।
নীলাচল পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ১৮০০ পর্যটকের আগমন ঘটে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা পর্যন্ত প্রায় ১৫০০ পর্যটকের আগমন ঘটেছে।
হোটেল হিল্টন রেসিডেন্সের ফ্রন্ট ডেক্স ম্যানেজার আশিষ দাশ জানান, হোটেলের ৪৭ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।
হোটেল হিলভিউয়ের ফ্রন্ট ডেক্স ম্যানেজার মো. রহিম জানান, এখন পর্যন্ত ৭৫ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।
বান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ইংরেজি বর্ষবরণ উপলক্ষে অধিকাংশ হোটেলের ৫০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।
বান্দরবান টুরিস্ট পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান,পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।