গণপূর্তের প্রধান পীর সাহেবকে দুর্নীতিবাজ ও ভন্ড আখ্যায়িত: কঠোর ব্যবস্থার নির্দেশ

- আপডেট সময় : ০৫:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ২৫১ বার পড়া হয়েছে

এইচ আর শফিক: গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং এইচ বিআর আই এর প্রাক্তন মহাপরিচালক মোঃ শামীম আখতার এর দুর্নীতি প্রসঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভণ্ড পীর উল্লেখ করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ আব্দুল্লাহ আল খাইরুম এর স্বাক্ষরিত চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে স্পষ্ট ভাষায় ভন্ড পীর ও দুর্নীতিবাজ উল্লেখ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে দুর্নীতিবাজ নিজস্ব একটি সিন্ডিকেটের মাধ্যমে অসংখ্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান কৌশলী শামীম আখতারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।