সাংবাদিক মিজানুর রহমানের মায়ের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ২০৪ বার পড়া হয়েছে
জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সিনিয়র চিফ রিপোর্টার ও তামান্না প্রিন্ট এন্ড সাপ্লাইয়ার স্বত্বাধিকারী মিজানুর রহমান হাওলাদারের মায়ের নামে আত্মার মাগফিরাতে গারুড়িয়া ইউনেয়নের জিনিয়া গ্রামে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ শে ডিসেম্বর ২০২২ ইংরেজি তারিখ জুমা বাদ বাকেরগঞ্জ ১০ নং গারুরিয়া ইউনিয়নে জিনিয়া গ্রামে নিজ বাড়ির মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের অনেকেই উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য, ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান প্যানেল চেয়ারম্যান মোখলেসুর রহমান, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম, পৌর কাউন্সিলরখান মোহাম্মদ সেলিম , থানা তদন্ত কর্মকর্তা বশির আহমেেদ।
সাংবাদিকদের মধ্যে ইত্তেফাক’ উপজেলা প্রতিনিধ গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জাকির জোমাদ্দার, প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ, রিপোটার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান রোমান, যায় যায় দিন পত্রিকার সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, আজকের বার্তার সাংবাদিক সাইদুর রহমান, বরিশাল খবরের সাংবাদিক শাহাদাত হোসেন, সারা টিভি কে এম সোহেল হাসান মুছা, সাংবাদিক রাসেল হাওলাদার, সাংবাদিক ইলিয়াস হাওলাদার, রিয়াজ শরীফ, হাবিব আকন, সমাজের গণ্যমান্য ও সর্বস্তরের আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক মিজানুর রহমান তার মায়ের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।