সংবাদ শিরোনাম :
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক;
- আপডেট সময় : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪১৫৩ পিস ইয়াবা, ৫৬.৭০ গ্রাম ২০০পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২খ্রি.) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।