ডক্টর এনায়েত করিম, বহু গুণে গুণান্বিত আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব তিনি। যিনি গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংক ও গ্লোবাল ইকোনমিসট ফোরামের প্রেসিডেন্ট পরিচয় দিয়ে আসছেন। তার খ্যাতিময় দক্ষতার কারণে নাকি জাতিসংঘের মহাসচিবের সাথে একাধিক সাক্ষাৎ এমনকি সুপার এডিট ছবি প্রচার করে থাকেন তিনি। লোকোমুখে কথিত আছে যে, তিনি ভুয়া ডক্টরেট ডিগ্রিধারীও বটে। এছাড়াও দেশের একটি ইংরেজী পত্রিকা ডেইলি ইন্ডাস্ট্রি এর সম্পাদক ও প্রকাশক তিনি। বাংলাদেশের এমন একজন খ্যাতিমান গর্ব আছে যে বিষয়টি অনেকেরই অজানা।
তিনি দেশের এমন একজন গুণীজন যার গুণের কোন তুলনা হয় না। শেয়ার বাজার, ব্যাংকখাত, মিডিয়াসহ দেশের নানা গুরুত্বপূর্ণ জগতে তার সমবিচরণ। ভ্যাট ফাঁকির অভিযোগ সহ ভ্যাট ট্যাক্সের দাখিলকৃত ভুয়া ডকুমেন্ট দেয়া হয়েছে এমন কথাও বলে অনেকে।
ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী মানবসম্পদ দিল্লি রুট ব্যবহার করে অবৈধ পথে রপ্তানি করে থাকেন তিনি। এসব কাজে ব্যবহৃত পুলিশ ক্লিয়ারেন্স তৈরি হয় তার পত্রিকা অফিসেই। যা দুয়েক সময় বিমানবন্দরে ধরা খেয়েছেন বলেও জানা গেছে।
আন্তর্জাতিক মানের গুণসম্পন্ন এই ব্যক্তির কর্মকাণ্ড প্রতারণা নাকি গর্ব? এই নিয়ে জনমনে বিভ্রান্তি ও ব্যাপক রহস্য রয়েছে।
দেশের এই অখ্যাত গুণী ব্যক্তির অনেক বিতর্কিত প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের রহস্য জল্পনা-কল্পনার অবসান থাকছে আগামী পর্বে....
চলবে...