পতেঙ্গা মডেল থানাধীন সীবীচ এলাকায় ৬ জন পতিতা ও ৩ জন খদ্দেরকে আটক করেছে পতেংগা থানা পুলিশ। বুধবার- এসআই শাহ জাহান এর নেতিত্বে একদল পুলিশ থানা এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
জানা গেছে, পতিতাবৃত্তির জন্য এই দলটি পতেঙ্গা সীবীচ এলাকায় অবস্থানকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের কার্যক্রমে জনসাধারণকে বিরক্ত এবং এলাকার পরিবেশ নষ্ট করায় ৬জন পতিতা ও ৩জন খদ্দেরকে আটক করা হয়।
এ ব্যাপারে পতেংগা থানার অফিসার ইনচার্জ আবু জাহেদ মোঃ নাজমুল নূর জানান, পতেংগা একটি সুনামধন্য পর্যটনসমৃদ্ধ এলাকা এটা মাথায় রেখে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে এ সকল বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা সহোযোগিতা কামনা করেছেন আটককৃতদের পতেংগা থানায় সোপার্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।