হঠাৎ করেই অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়ে শ্রীধরন শ্রীরামকে। এশিয়া কাপের ঠিক আগে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এ ভারতীয় কোচের হাতে।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, কোচ নয়; টি-টোয়েন্টি দলের জন্য টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আনা হয়েছে শ্রীরামকে। হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোই থাকছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন শ্রীরাম।
এত কম সময়ে শ্রীরাম থেকে কতটুকু শিখতে পারবেন সাকিব-লিটনরা, তা নিয়ে চলে আলোচনা। তবে এশিয়া কাপে ভরাডুবি হলেও মাত্র ২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পারফরম্যান্সে উন্নতির ছোঁয়া লাগিয়ে দিতে পেরেছেন শ্রীরাম।
যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটো ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে মাত্র ৫ রানে হেরেছে। সবমিলিয়ে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট।
অধিনায়ক সাকিব আল হাসানসহ দলের ক্রিকেটারা শ্রীরামকে প্রশংসায় ভাসিয়েছেন। তার সঙ্গে কাজ করতে আগ্রহী ক্রিকেটাররা। সবমিলিয়ে শ্রীরামের পারফরম্যান্স সন্তোষজনক।
তবে কী বিশ্বকাপ শেষে শ্রীরামকে রেখে দেবে বিসিবি? এমন প্রশ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে শ্রীরামের ঠোঁটকাটা স্বভাব ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তার ঘটে যাওয়া একটি ঘটনা।
একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সুজনের সঙ্গে শ্রীরামের দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। যে কারণে বিশ্বকাপের সুপারটুয়েলভ পর্বের শেষ লগ্নেও বিসিবির গড়িমসি দেখা যাচ্ছে। এতে যে কারও মনে হতে পারে, শ্রীরামের সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী না।
বিশ্বকাপ দলের একটি সূত্র থেকে জানা গেছে, দলের তথ্য ফাঁস করার অভিযোগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে একহাত নিয়েছিলেন শ্রীরাম। বিসিবি সভাপতি পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। কোচের এ আচরণকে উদ্ধত মনে করা হচ্ছে। প্রভাবশালী পরিচালকদের কেউই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। এ কারণে বিশ্বকাপের শেষ পর্যায়ে এসেও কোচের নিয়োগ নিয়ে আলোচনা এগোয়নি।
শ্রীরাম এবং সুজনের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা—প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তাদের সম্পর্ক তো ভালো। কোনো ঝামেলা দেখিনি তো।এ প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বললেন, শ্রীরামকে তো ভালোই মনে হচ্ছে। ক্রিকেটাররা খুবই পছন্দ করে তাকে। ভুল করলে খেলোয়াড়দের বকাও দেয়, আবার বুকে জড়িয়ে নেয়। বিশ্বকাপের এ কদিন খুব কাছ থেকে দেখে আমার কাছে মনে হয়েছে, সে ক্রিকেটারদের ভালো হ্যান্ডেল করতে জানে। একটা অগোছালো দলকে সুন্দর একটা শেপ দিয়েছে। বিশ্বকাপে একটা দল হয়ে খেলছে বাংলাদেশ। তবে তার চুক্তি নবায়ন ইস্যু নিয়ে আমরা একদমই ভাবছি না। আমরা এখন বিশ্বকাপের মধ্যেই থাকতে চাই। টুর্নামেন্ট শেষ হলে ভাবা যাবে।