প্রবাসে থাকা বিএনপি নেতার পরিবারকে ডিবি পুলিশ পরিচয় হুমকি
- আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ২০১৪ সালে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় এ সময় সংসদীয় বিরোধী দলের ভূমিকা থেকে বিএনপির ছিটকে যায়। এ সময় বিএনপির তৃণমূলের নেতা কর্মী রা রাজনৈতিকভাবে ব্যাপক কণ্ঠাসা হয়ে পড়েন যে কারণে অনেকেই দেশ ত্যাগ করে প্রবাসে পাড়ি দেন। অনেকেই হামলা মামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় কোণঠাসা সব মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতই মামলা হামলার ভয়ে মোহাম্মদ আলামিন খান, পিতা মৃত ইদ্রিস খান, সেকশন ২, ব্লক এইচ, রোড ৮, বাসা ২৩, মিরপুর ঢাকা ১২১৬ দেশ ছেড়ে কানাডায় আশ্রয় নেন। এভাবেই দীর্ঘ ৬ বছর যাবত কানাডা ও যুক্তরাষ্ট্র আশ্রয় তিনি প্রবাস জীবন যাপন করছেন।
কিন্তু গত ২৭/০৭/২০২১ ইং তারিখে সময় রাত আনুমানিক ৯:৪৫ টায় একটি সিলভার কালার নোহা গাড়িতে কয়েকজন ব্যক্তি বাসায় এসে ডিবি পরিচয় প্রবাসী আলামিন খানকে খোঁজ করেন। তখন তার বড় ভাই বলেন আমার ছোট ভাই গত ছয় বছর যাবত দেশের বাহিরে আছেন। তিনি কোনো প্রকার রাজনীতির সাথে সম্পৃক্ত নেই।
তখন ডিবি পরিচয়ধারী সেসব ব্যক্তিরা আলামীনের বড় ভাইকে হুমকি দেয়। বলেন সাত দিনের মধ্যে আপনার ছোট ভাইকে আমাদের কাছে হাজির করবেন অন্যথায় আপনাকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিবো।
এমন হুমকী পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আলামীনের পরিবার মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
আলামীনের পরিবার সংবাদমাধ্যমকে জানান, আমরা পরিবারের সবাই নিরাপত্তা হীনতায় ভুগছি। ওইসব ডিবি পরিচয়ধারী ব্যক্তিরা প্রশাসনের কেউ না বলে আমরা মনে করি। ওরা কোনো সন্ত্রাসী বাহিনীর ক্যাডার হবে নিচ্ছই।