কঠিন পরিশ্রমে ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী
- আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ৩৪৭ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্ট: আজকাল তো জিরো ফিগার ধরে রাখতে অনেকে খাদ্যাভাসেও লাগাম টানেন। নিজেকে ক্যামেরার সামনে কীভাবে আরও আকর্ষণীয় রাখা যায়, এ নিয়ে চেষ্টার কমতি রাখেন না অভিনেত্রীরা। ছিপছিপে শরীর গঠন তাদের চাই-ই চাই। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ব্যতিক্রম নন। তাইতো বাড়তি মেদ ঝরাতে এবার জিমে ঘাম ঝরাচ্ছেন লাস্যময়ী এ নায়িকা।
আসছে দুর্গাপূজার আগেই শরীরী ফিটনেসে চমক দিতে দিতে চান শ্রাবন্তী। এজন্য বর্তমানে তিনি কঠোর ব্যায়ামে ব্যস্ত। জিমেও যাচ্ছেন নিয়মিত। তার সেই এক্সারসাইজের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে দূরত্ব বাড়ার পর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের আরও আগেই ছড়িয়েছে টলিগঞ্জের বাতাসে। শোনা যায়, গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। থাকছেন একই ফ্ল্যাট। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে যান শ্রাবন্তী। সেখানে নাকি অভিরূপও ছিলেন। এমনকি নায়িকার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন অভিরূপ।
সম্প্রতি ‘অচেনা উত্তম’ ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় দেখা গেছে শ্রাবন্তীকে। চরিত্রের কারণেই তাকে কিছুটা ওজন বাড়াতে হয়েছিল। তবে পূজার আগেই স্লিম হয়ে ফিরতে চান নায়িকা।
২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ঘরে ঝিনুক নামে এক ছেলেও রয়েছে। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন। দ্বিতীয় ঘরও ভেঙে যায় তার। এরপর ২০১৯ সালে কৃষাণের সঙ্গে তৃতীয় সংসার শুরু করলেও সেখানেও বিচ্ছেদের ফাটল তৈরি হয়। এরই মধ্যে অভিরূপের সঙ্গে নায়িকার নতুন প্রেম নিয়ে তার চতুর্থ বিয়ের কানাঘুষা শুরু হয়।