সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশি
- আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ২১৩ বার পড়া হয়েছে
আবুল কাশেম রুমন, সিলেট: সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর,সর্দি ও কাশি রোগ দেখা দিয়েছে। বন্যার পরবর্তি পরিস্থিতির সিলেটের মানুষের মাঝে এ রোগ বেশি বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন পাল্টে যাচ্ছে হাসপাতালে চিত্র।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডায়রিয়া সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ২৩৪ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সিলেট জুড়ে আষাঢ় মাসে চিরায়ত দৃশ্য এই রোদ, এই বৃষ্টি। আবহাওয়ার পাশাপাশি হঠাৎ পরিবর্তন ঘটছে তাপমাত্রার। আর এতেই বাড়ছে জ্বর-সর্দি। সিলেট শহর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের আউটডোরে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি দেশে ভাইরাল ফিভারের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন এটা নাকি মৌসুমি জ্বর এ নিয়ে দ্বিধায় পড়ার কোন কারণ নেই, তবে তারা বলছেন, এই মুহূর্তে জ্বর এলে বাসায় বসে থাকার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এখন ঋতু পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচুর গরম, আবার তার ভেতরে হঠাৎ বৃষ্টি চলে এলো। কেউ কেউ একটু বৃষ্টিতেও ভিজল, ফলে হঠাৎ প্রচুর গরম থেকে শরীর ঠান্ডা হয়ে গেল জ্বর চলে আসে।