গণভবনে বলা নুরের কথায় হতাশ সাধারণ ছাত্ররা : লিটন নন্দী

- আপডেট সময় : ০৯:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৭৫ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি; ডাকসুর নির্বাচন নিয়ে নুরুল হক নুরের আগের বক্তব্যের সঙ্গে গণভবনে দেওয়া বক্তব্য পুরোপুরি সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রগতিশীল ছাত্রজোট প্যানেলের ভিপি প্রার্থী লিটন নন্দী।
তিনি বলেন, ‘শনিবার গণভবনে গিয়ে নুর যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে তার আগের দেওয়া বক্তব্য সাংঘর্ষিক বলে আমরা মনে করি। কারণ, তিনি প্রথমে আমাদের সঙ্গে পুনর্নির্বাচন চেয়েছেন। কিন্তু গণভবনে তিনি বলেছেন এবারের নির্বাচনে কিছু ভুলত্রুটি ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের ভুলত্রুটি না হয় সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। যেখানে আমরা পুরো নির্বাচন বর্জন করছি সেখানে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা সবাই একসঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনও আছি।’
গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক। এ পদে তিনি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করেন। নুরুল কোটাবিরোধী আন্দোলন করে পরিচিতি পান। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ডাকসু ও হল সংসদের নেতারা গণভবনে গিয়েছিলেন।