অবৈধ সিন্ডিকেটের উপার্জনে ফুলে-ফেঁপে উঠেছেন ভোলার পুলিশ সুপার পর্ব- ১
- আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে
ভোলা থেকে ঘুরে এসে বরিশাল প্রতিনিধি:
চারপাশে নদী মাঝখানে ভেসে থাকা দেশের একমাত্র বদ্বীপ ভোলা। ভোলার নদীগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা উৎপাদিন হয় যেসব রেণু পোনা আহরণ করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু ভোলার বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বছরজুড়েই আহরণ করা হয় মাছের রেনু পোনা আর জেলেদের এসব অবৈধ কর্মে মোটা অংকের উৎকোচের বিনিময়ে পুলিশের সবুজসংকেত রয়েছে বলে বরাবরই অভিযোগ পাওয়া গেছে।
মাছের রেনু পোনা আহরণ, পাচার এবং ঈদকে সামনে রেখে ভারতীয় পণ্য চোরাকারবারিদের ভারতীয় পণ্যের বড় চালান অবাধে ঢুকছে ভোলার বিভিন্ন এলাকায়। চোরাকারবারীদের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান এসব পণ্য ভোলায় আনতে ভোলার পুলিশ সুপারকে বড় অঙ্কের টাকা দিতে হয়। আর এসব অবৈধ আয় উপার্জনে খুব অল্প সময়ে ফুলে-ফেঁপে উঠেছেন ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
এসব অবৈধ সিন্ডিকেট গুলোর মাধ্যমে বিপুল অর্থের যোগান পাচ্ছে ভোলার থানা পুলিশ এমনকি পুলিশ সুপার।
ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল এর অবৈধ উপার্জনের খাতসমূহ সহ বিস্তারিত থাকছে আগামী পর্বে……