হবু বরের চুলের ঝুটি কেটে দিলেন নায়িকা পরীমনি স্যোশাল মিডিয়ায় তোলপাড়! [ভিডিও সহ]
- আপডেট সময় : ০৮:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ১৫৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক; বাগদান হওয়া হবু বর তামিম হাসানের গোপনে চুলের ঝুটি কাটলেন চিত্রনায়িকা পরীমনি। স্যোশাল মিডিয়ায় এই চুল কাটার ভিডিওটি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে।
ভিডিওটিতে দেখা যায়, একটা কাচি নিয়ে ঘোরাঘুরি করছেন পরী। চেয়ারে বসে মোবাইলে কিছু একটা দেখছেন তামিম। এই সময় ধীর পায়ে তামিমের পেছনে গিয়ে দাঁড়ান পরীমনি। তামিমের মাথায় হাত বুলাতে বুলাতে তার শখের চুলের ঝুটি কেটে ফেলেন তিনি। সেই চুল দেখে অবাক হয়ে যান তামিম। তখন তার আর কিছুই করার নেই মৃদু হাসি ছড়ানো ছাড়া, যা হওয়ার হয়ে গেছে।
https://youtu.be/4AOquONjrgU
পরীমনি হাসতে হাসতে স্যরি বলে দৌড় দেন ঘরের দিকে। তামিম নিজেই এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘এই স্যরি লইয়া আমি কী করিব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি তামিম-পরীমনির প্রেম শুরু হয়। আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বাগদান সম্পন্ন হয়। বাগদানের আগের দিনগুলোও বেশ চুটিয়ে প্রেম করেছেন তারা। বছরের শুরুতেই জুটি হয়ে ঘুরতেও গিয়েছিলেন দেশের বাইরে।