দেশে ফিরছেন না ৪ ক্রিকেটারসহ কোচিং স্টাফরা
- আপডেট সময় : ০২:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক;
বিশ্বকাপ চলছে, এখনও সুপার টুয়েলভের যুদ্ধই শেষ হয়নি। কিন্তু সবার আগেই বিশ্বকাপ মিশনকে ‘বাই বাই’ করে দিল বাংলাদেশ দল।
সুপার টুয়েলভের সবকটা ম্যাচে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হয়েই চলেছেন টাইগাররা। স্বপ্ন বুনতে বুনতে বিশ্বকাপ রীতিমতো দুঃস্বপ্নে রূপ নিয়েছে মুশফিক-মাহমুদউল্লাহদের।
বিশ্বকাপের বিদায় ঘণ্টা গলায় পড়ে মাহমুদউল্লাহ বাহিনীর এখন অপেক্ষা দেশে ফেরার। আজ (শুক্রবার) সকালেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে একসঙ্গে সবাই আসবেন না। সেখানে কয়েক দিনের জন্য থেকে যাবেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।
শুক্রবার সকালে বাংলাদেশ দল দুটো ফ্লাইটে বিভক্ত হয়ে পৌঁছবে ঢাকায়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা, আর বিকাল সাড়ে ৪টার দুই ফ্লাইটে দুবাই ছাড়বে দল।
এ দুটি ফ্লাইটের একটিতেও থাকবেন না এই চার তারকা। তারা সবাই যাচ্ছেন ছুটিতে। সবাই বাংলাদেশে ফিরবেন আগামী ১১ নভেম্বর। দেশে ফিরেই বায়ো বাবলে প্রবেশ করবেন। প্রস্তুতি নেবেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টিম্যাচগুলো।
এদিকে জানা গেছে, মাহমুদউল্লাহ-মুশফিকদের সঙ্গে আজ দেশে ফিরছেন না রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফরাও। তারাও ছুটি কাটিয়ে একই সঙ্গে ১১ নভেম্বর ফিরবেন।