ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ




চৈতি জান্নাতের_ দ্বৈরথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে

দ্বৈরথের যুদ্ধ শেষে
আমরা পেলাম দ্বিতীয় জনম

সংঘর্ষে সংশয়ের সাথে—
বিশ্বাস অবিশ্বাসের নড়বড়ে সাঁকোও ধ্বসলো।
প্রথম জনমের ভুলে ভুলে আমাদের একটা সার্থক যুদ্ধ হয়েছে, কেউ জিতিনি, কেউ হারিনি
জিতেছে মৃত্যু।
প্রথম জন্মের মৃত্যু আমাদের থেকে দূরত্বের জীবন কেড়ে নিয়েছে
দ্বিতীয় জনম অবসর দিয়েছে ভালোবাসাবাসির।

আমরা আবার দ্বিতীয় জনম পেলাম, নব আশ্বাসে।
এই জনমে ফুল রাখব না, গান মালা আকাশ নদী সমুদ্দুর কিছুই না,
পায়ের কাছে হলদে বোঁটার শিউলিদের সাদা গায়ের শিহরণ মাড়িয়ে যাব, এ’সবে বড্ড প্রহসন! কমবেশির বিদ্ঘুটে হিসেব!

আমাদের দুইটা আকাশ, ঝলমলে রোদ্দুর,
অথৈ সমুদ্দুর। সবটাতে সমান জল, আবেগে টইটম্বুর,
যতক্ষণ চেয়ে রব চারচোখে— ততক্ষণ আমাদের আকাশ আকাশ বিনিময় হবে, সমানে সমান।
আমরা ফুল ফোটাব কথার, হাসির।
চোখকান খোলা রবে,
অন্ধ বিশ্বাসের কালো কাপড় মৃত্যুর সাথেই বিলীন হবে। অতন্দ্রিত চার চোখের পাহারায় বেঁচে রবে অভিযোগহীন প্রেম। পূর্ণতার হৃদ্যতায় অতনুরতিতে।
প্রতিদিন খালি হবে সঞ্চিত আফিমের কৌটো
ঢলে পড়বে শরীর, প্রণয় সিঞ্চিত শরীরের আবেদনে।
রাখঢাক আর থাকবে কেন?
বৈধতার স্মারকে লিখে দেব ভালোবাসা।

বারান্দায় দাঁড়িয়ে লুকিয়ে দেখা
তোমার চলে যাওয়া—
এই জনমে তুমি বুক ফুলিয়ে বিদায় নেবে
হাত নাড়িয়ে বলব—
তাড়াতাড়ি ফিইরো!

আমরা আবার সজ্জিত হবো—
অভিযোগের শান তলোয়ার ঢালে
দ্বৈরথসমরে মুখোমুখি আবার
তৃতীয় জন্মের আশায়….

এবার আমরা তৃতীয়প্রকৃতিই চাইব….!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




চৈতি জান্নাতের_ দ্বৈরথ

আপডেট সময় : ০৭:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

দ্বৈরথের যুদ্ধ শেষে
আমরা পেলাম দ্বিতীয় জনম

সংঘর্ষে সংশয়ের সাথে—
বিশ্বাস অবিশ্বাসের নড়বড়ে সাঁকোও ধ্বসলো।
প্রথম জনমের ভুলে ভুলে আমাদের একটা সার্থক যুদ্ধ হয়েছে, কেউ জিতিনি, কেউ হারিনি
জিতেছে মৃত্যু।
প্রথম জন্মের মৃত্যু আমাদের থেকে দূরত্বের জীবন কেড়ে নিয়েছে
দ্বিতীয় জনম অবসর দিয়েছে ভালোবাসাবাসির।

আমরা আবার দ্বিতীয় জনম পেলাম, নব আশ্বাসে।
এই জনমে ফুল রাখব না, গান মালা আকাশ নদী সমুদ্দুর কিছুই না,
পায়ের কাছে হলদে বোঁটার শিউলিদের সাদা গায়ের শিহরণ মাড়িয়ে যাব, এ’সবে বড্ড প্রহসন! কমবেশির বিদ্ঘুটে হিসেব!

আমাদের দুইটা আকাশ, ঝলমলে রোদ্দুর,
অথৈ সমুদ্দুর। সবটাতে সমান জল, আবেগে টইটম্বুর,
যতক্ষণ চেয়ে রব চারচোখে— ততক্ষণ আমাদের আকাশ আকাশ বিনিময় হবে, সমানে সমান।
আমরা ফুল ফোটাব কথার, হাসির।
চোখকান খোলা রবে,
অন্ধ বিশ্বাসের কালো কাপড় মৃত্যুর সাথেই বিলীন হবে। অতন্দ্রিত চার চোখের পাহারায় বেঁচে রবে অভিযোগহীন প্রেম। পূর্ণতার হৃদ্যতায় অতনুরতিতে।
প্রতিদিন খালি হবে সঞ্চিত আফিমের কৌটো
ঢলে পড়বে শরীর, প্রণয় সিঞ্চিত শরীরের আবেদনে।
রাখঢাক আর থাকবে কেন?
বৈধতার স্মারকে লিখে দেব ভালোবাসা।

বারান্দায় দাঁড়িয়ে লুকিয়ে দেখা
তোমার চলে যাওয়া—
এই জনমে তুমি বুক ফুলিয়ে বিদায় নেবে
হাত নাড়িয়ে বলব—
তাড়াতাড়ি ফিইরো!

আমরা আবার সজ্জিত হবো—
অভিযোগের শান তলোয়ার ঢালে
দ্বৈরথসমরে মুখোমুখি আবার
তৃতীয় জন্মের আশায়….

এবার আমরা তৃতীয়প্রকৃতিই চাইব….!