রাজধানীতে প্রকাশ্যে ট্রাক ছিনতাই, আসামি চিহ্নিত হলেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ!
- আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রকাশ্যে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা আসামি গ্রেপ্তার হলেও ট্রাক উদ্ধারের কোনো তৎপরতা দেখায়নি পুলিশ। সিসি টিভি ফুটেজ সহ আসামি চিহ্নিত হওয়ার পরেও প্রশাসনের প্রশ্ন-উত্তর ভূমিকা, আসামী গ্রেফতারের পরও উদ্ধার হয়নি ট্রাক। আসামিরা জামিনে বেরিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে উল্টো দিকে প্রশাসনের দ্বারে দ্বারে ধরণা ধরছে ট্রাক মালিক।
গত ২১শে মার্চ রাতে ঢাকা শেরেবাংলা নগর থানাধীন ডেফোডিল ইউনিভার্সিটির শুক্রাবাদে মেইন রাস্তা থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরও উদ্ধার হয়নি তাই করা ট্রাকটি। পুলিশ আসামিদের গ্রেফতার করলেও ট্রাক উদ্ধার করার কোনো তৎপরতা দেখায় না বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
শাওন কুমার দাসের নিজ মালিকানাধীন একটি ট্রাক ঢাকা মেট্রো ট -২০-৯০০০ মোঃ শরিফুল ইসলাম তৌহিদ, ইব্রাহিম খলিল ,শাহজাহান সহ কয়েকজন দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র থেকে দিন দুপুরে ট্রাক ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে যায়। যা পরবর্তীতে এ ট্রাকের মালিক বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গতকাল ওই মামলার এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করে। ট্রাকের মালিক শাওন কুমার দাস এর দাবি গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই এর সব তথ্য বের হয়ে আসবে বলে তিনি মিডিয়াকে জানান। কিন্তু আসামী গ্রেপ্তার করা হলেও পুলিশ ট্রাকটি উদ্ধারের জন্য কোন অনুসন্ধান চালায় নি বলে অভিযোগ করেছেন ট্রাকের মালিক। এমনকি আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা।
ওই সময়ে গাবতলীর দায়িত্বরত একজন ট্রাফিকের এএসআই আলামিন ট্রাকটি উদ্ধার করে দেওয়ার নাম করে বাড়ির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয় এবং ট্রাক ছিনতাইকারী ও বাদী পক্ষের মধ্যে বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেন। কিন্তু ট্রাকের মালিক কে ফিরিয়ে দেয়ার কোন চেষ্টা তিনি করেননি বলে উক্ত বৈঠকে উপস্থিত একজন জানিয়েছেন। উক্ত মীমাংসার কথা বলে ট্রাক মালিক মামলার বাদীর কাছ থেকে একটি লিখিত নেন ওই এএস আই।
ট্রাকটি উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের নিকট কোন প্রকার সহযোগিতার আশ্বাস না পেয়ে ট্রাকের মালিক সম্প্রতি ঢাকা মহানগর বরাবর একটি অভিযোগ করেন। ট্রাক মালিক শাওন কুমার দাস বলেন, অনেক কষ্টে অর্জিত মূলধন দিয়ে ট্রাক ক্রয় করেছি, আমার ট্রাক ফিরে পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না।