সংবাদ শিরোনাম :
২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি ভূমিমন্ত্রী শ্রদ্ধা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
রায়হান হোসাইন, চট্টগ্রাম:
২১শে একুশে আগষ্ট ২০০৪ ছিল ভয়াবহ দিন। আজও সেই সেই দিনটির কথা মনে পড়লে গা শিহরে উঠে। মন্ত্রী বলেন, আজ সেই ভয়াল ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার জন্য অনেক বার চেষ্টা করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি দিন ২০০৪ সালের ২১ আগস্ট ।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। এ দিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাহতের পাশাপাশি আহত হন আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৪ সালের আজকের দিনে শহীদ হওয়া সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।