বঙ্গবন্ধু ও জিয়াসহ বিচারবহির্ভূত সকল হত্যাকান্ড মানবতাবিরোধী অপরাধ: ইসলামী সমাজ
- আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডসহ আইন ও বিচারবহির্ভূত সকল হত্যাকান্ড মানবতা ও নৈতিকতা বিরোধী চরম অপরাধ। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহসহ বিভিন্ন সময়ে সেনা অফিসারদের হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যাসহ আইন ও বিচারবহির্র্র্ভূত সকল হত্যাকান্ড, গুম, খুন, শিশু নির্যাতন, নারী ধর্ষণ, সন্ত্রাস, দুর্নীতি, উগ্রতা ও জঙ্গি তৎপরতা ইত্যাদি মানবতা ও নৈতিকতা বিরোধী অপরাধের কারণেই জাতীয় জীবনে চরম অশান্তি বিরাজ করছে। গতকাল রোবাবর সকালে ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ইসলামী সমাজের আমীর বলেন, দেশ ও জাতির এই নাজুক পরিস্থিতিতে সকল মানুষের সার্বিককল্যাণে আল্লাহর নির্দেশিত ও তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠিত হলেই সকল প্রকার মানবতা ও নৈতিকতা বিরোধী অপরাধ মুক্ত সমাজ গঠিত হবে।
ইসলামী সমাজরে কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, সেলিম মোল্লা প্রমুখ।