চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান ফকির
- আপডেট সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯ ১১৪ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ, ইউরোপ ব্যুরোঃ- মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি সভাপতি ইটিভি’র ইতালি প্রতিনিধি সাংবাদিক কাওছার হাওলাদার এর বড় মামা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক.মাদারীপুর চরমুগরীয়া নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং চরমুগরিয়ার মহাবিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক কমিটির সাবেক সম্মানিত সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান ফকির গতকাল রাত ৯•৪৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
গত কয়েকদিন যাবত তিনি খাদ্য নালিতে সমস্যা জনিত রোগে ভুঁগছিলেন। তিনি ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি এক ছেলে এবং ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার বাদ জুমা চরমুগরিয়া পৌর ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযায় অংশ নেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।মাদারীপুর উপজেলা চেয়ারম্যান, এবং মাদারীপুর পৌরসভার সাবেক ও বর্তমান মেয়র ও কাউন্সিলরগন সহ প্রসাশনের কর্মকর্তা.সাংবাদিক.সামাজিক রাজনৈতিক সহ সর্বস্তরের হাজার হাজার ধর্ম প্রাণ মুসলমানরা।
শেষে মরহুমের লাশ তার নিজ বাড়ি মাদারীপুর চরমুগরিয়ার খাগদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আল আমীনের দরবারে দোয়া করবার অনুরোধ জানিয়েছেন তাঁর পুত্র ইলিয়াস ফকির এবং তার ভ্রাতা সাবেক পৌর কাঊন্সিলর আলহাজ্ব হাবিবুর রহমান ফকির