কালিয়ায় চুরির অভিযোগে যুবক আটক
- আপডেট সময় : ০৫:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল):
নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী ইউপির জামরিলডাঙ্গা গ্রামে স্লুইচ গেইট বাজারে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ১০ আগষ্ট (মঙ্গলবার) রাতে চোর চুরি করে বেরসিক চোর পাশের ক্লাব ঘরের ছাদে শুয়ে ছিল। কিন্তু বিধি বাম, ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় জনতার হাতে ধরা পড়ে চোর বাপ্পী শেখ (১৫)। সে ওই গ্রামের বিল্লাল শেখের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ আগস্ট দিনগত রাতে আরাফাত লস্কর এর দোকান ঘরের টিন কেটে সিগারেট বিড়ি বিস্কুট সহ কিছু মালামাল চুরি করে। অন্য দোকান হতে কাথা বালিশ নিয়ে ক্লাব ঘরের ছাদে ঘুমিয়ে থাকে ধরা খায়। স্থাণীয়রা আরো জানান, মাঝে মধ্যে এ বাজারে চুরি হয়। তাদের অভিযোগ অল্প বয়সী মাদক সেবিরা বিভিন্নধরনের অপরাধে জড়িত।
এ বিষয়ে পেড়োলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, আটককৃত কথিত চোর একটি নাবালক ছেলে। সে বলেছে বাবা মায়ের সাথে রাগ করে সে ওই ক্লাবের ছাদে শুয়ে ছিল। তবে দুজন লোককে সে ওই ঘরের বেড়া কেটে চুরি করতে দেখেছে বলে জানায়। ঘটনার মুল হোতাদের আটকের ব্যপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।