কাদেরের চিকিৎসা হবে ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে
- আপডেট সময় : ১১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯ ১৫০ বার পড়া হয়েছে
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।
ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পৌঁছেছে বাংলাদেশ সময় রাত ৮টায়। সিঙ্গাপুরের সেলেটর নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অ্যাাম্বুলেন্সটি অবতরণ করে।
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে সোমবার রাত ৮টা ৫৭ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি স্ট্যাটাসে জানান, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার ভালোই আছে। বর্তমানে তার প্রেসারের মাত্রা ওপরে আছে ১৩৫ এবং নিচে ৭৮। তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পথেই আছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ ৩০০৮ এ ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরকে ভর্তি করানো হবে।
সোমবার বিকেল চারটার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।