মাদারীপুরের ডাসারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ!
- আপডেট সময় : ০১:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জায়গায় জোর পূর্বক বাড়ি নির্মাণ করতে ব্যস্ত হয়ে পড়েছ আঃ ছালাম মাতুব্বর নামে প্রভাবশালী এক ঔষধ বিক্রেতা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে স্হানীয়রা জানিয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ডাসার ইউনিয়নের চেয়ারম্যান কাজী সবুজ জানান,মৃতঃ মোফাজ্জেল হক এর ছেলে কাওসার কাজী গংদের ক্রয় সূত্রে পূর্ব কমলাপুর মৌজার এস,এ ৩৫৬ নং খতিয়ানের ৩৪৮ নং দাগের ভূমি হইতে ৩.৭৫ শতাংশ ভূমি ২৮/০৬/৭৬ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৩৩৬৩ নং সাবকবলা দলিল মূলে খরিদ করিয়া ভোগ দখলে আছে। কিন্তুু কাওসার কাজীর প্রতিবেশী আঃছালাম মাতুব্বর,তার জমির সাথে কাওসার কাজী গং দের ক্রয় কিত কিছু জমিতে জোর দখল ও ভয়,ভিতি দেখিয়ে পাকা ঘড় নির্মাণ করতেছে,ভুক্তভোগী কাওসার কাজী বলেন বিষয়টি ডাসার থানায় জানানো হলে পুলিশ এসে আঃছালাম মাতুব্বরের সাথে কথা বলে চলে যায়।