শান্তিপূর্ণ কর্মসূচী থেকে ইসলামী সমাজের ৮ নেতাকে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান মাসব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচী থেকে ইসলামী সমাজের ৮ জন নেতাকে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্জল এলাকা থানা পুলিশ। আজ মঙ্গলবার (১ জুন) বেলা সোয়া ১২ টার সময় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মুহাম্মাদ আলী জিন্নাহ, সাইফুল ইসলাম, আবু শামাহ, হুমায়ূন কবীর, আরিয়ান আহম্মেদ নাঈম, মুহাম্মদ রাজু, মুহাম্মদ ইয়াছিন ও মোজাম্মেল হক।
এদিকে, গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষের জীবনে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচী
এর আগে গতকাল (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে মাসব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচী ঘোষণা করে ইসলামী সমাজ। কর্মসূচীর মধ্যে ছিল- গণসংযোগ, লিফলেট বিতরণ ও সীমিত আকারে পথসভা। আজ সেই কর্মসূচী পালনের সময় তাদের গ্রেফতার করা হয়।