আসছে চৌধুরী নাজমুল হক এর কথায় শামীম আশিকের কন্ঠে “খেয়ালিপনা”
- আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্টঃ আসছে গীতিকার চৌধুরী নাজমুল হক এর লেখা গান খেয়ালিপনা,গানটি গেয়েছেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীম আশিক।
অসাধারণ লিরিকের গানটির সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন শামীম আশিক নিজেই।খুব শিঘ্রই প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে।
জানতে চাইলে গীতিকার চৌধুরী নাজমুল হক বলেন,খেয়ালিপনা গানটি স্যাড রোমান্টিক ধাঁচের গান ও আমার লেখা গানগুলোর মধ্যে ব্যাতিক্রমী একটি লেখা,গানটির সুর ও সঙ্গীত অসাধারণ হয়েছে। তাছাড়া আমার প্রিয় কন্ঠশিল্পী শামীম আশিক ভাইয়ের দরদী কন্ঠ আমার খুব পছন্দের। সবমিলিয়ে দারুণ একটি গান শ্রোতাদর্শক উপহার হিসেবে পাবে, আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।
জানতে চাইলে শামীম আশিক বলেন,খেয়ালিপনা গানটির লিরিক অসাধারণ, নাজমুল ভাই বরাবরের মতই ভালো লিখেন,আশা করছি গানটি সবার পছন্দ হবে। খুব শিঘ্রই গানটি প্রতিষ্ঠিত কোনো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।