সংবাদ শিরোনাম :
চিকিৎসকের মাধ্যমে বিক্রি করে দেয়া নবজাতক ৮ দিন পর উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে বিক্রি করে দেয়া এক নবজাতক শিশুকে ৮ দিন পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
এ ঘটনায় ক্লিনিক মালিক ও ওই চিকিৎসকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে নবজাতকটি সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
নবজাতকের বাবা বলেন, গত ১৭ই মে তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে নিউ মর্ডান ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যান। এ সময় তারা বলেন, পেটে নবজাতক উল্টো হয়ে আছে মা ও শিশুর জীবন সঙ্কটাপন্ন, দ্রুত প্রসব করাতে হবে। এ সময় এক নারী এসে পার্শ্ববর্তী ঘোষবাগ এলাকার একটি বাড়িতে তার স্ত্রীকে নিয়ে যায়। পরে সেই বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন শিখা। এরপর শিখার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়। পরে সন্তান ফেরত চাইলে তারা ৫৫ হাজার টাকা দাবি করেন।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।