কারাগারে রোজিনা: জাতীয় প্রেসক্লাবের সম্পাদকের কলম ভেঙে জন্মদিন পালন
- আপডেট সময় : ০৯:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক রোজিনাকে মিথ্যে মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে কলম ভেঙে জন্মদিন পালন করলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
সারা দেশে প্রতিনিয়ত মিথ্যে মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও জেলে পাঠানো এবং সম্প্রতি প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাদের চক্রান্তে মিথ্যে অভিযোগে মামলা দায়ের ও আটক করার প্রতিবাদ স্বরূপ এবারের জন্মদিন পালনে কেক না কেটে কলম ভেঙে প্রতিবাদ জানালেন সাংবাদিক নেতা ইলিয়াস।
এসময় ডিআরইউ’র সাবেক সভাপতি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন সকলকে সাথে নিয়ে তিনি কেক না কেটে কলম ভেঙেে প্রতিবাদস্বরূপ ভিন্নধর্মী এমন জন্মদিন পালন করেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ সময় কারারুদ্ধ সকল সাংবাদিকদের মুক্তি দাবি করেন।