রাজধানীতে চুরি যাওয়া সিএনজি গাজীপুরে উদ্ধারঃ গ্রেফতার ০১
- আপডেট সময় : ১০:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: রাজধানী থেকে চুরি হয়ে যাওয়া সিএনজি (অটোরিক্সা) উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হল- মোঃ মোখলেছুর রহমান বাবুল (৫১)। এসময় তার হেফাজত থেকে চুরি হয়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক বলেন, গত ৭ মে, ২০২১ ইং দারুসসালাম থানা এলাকা থেকে একটি সিএনজি চুরি হয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে দারুসসালাম থানায় মামলা রুজু হয়। এরপর মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা গুলশান বিভাগ।
তিনি বলেন, এ মামলা তদন্তকালে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএনজি চুরি চক্রের সদস্যর অবস্থান সনাক্ত করা হয়। গত ১২ মে, ২০২১ ইং তারিখে গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানার পূর্ব আরীচপুর মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোখলেছুর রহমান বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চুরি হয়ে যাওয়া সিএনজি উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে দারুসসালাম থানায় রুজুকৃত মামলায় রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।