সিলেট প্রতিনিধি: ১২দিন যাবৎ পানির সরবাহ না থাকায় তীব্র পানির সংকটে সিলেট পুলিশ লাইনে বেতার কেন্দ্র।
পবিত্র রমজান মাসে পানির সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন বেতারে কর্মরত পুলিশ সদস্যরা।
বেতার কং/১১১২ শহিদুল্লাহ পিপিএম বলেন, ২৯ বছর কর্ম জীবনে পানির জন্য এমন কষ্ট কখনো করিনি পুলিশ লাইনের আর আই স্যারকে আমরা বিষয়টা জানিয়েছি কিন্তু এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তবে আশাকরি আশাকরি স্যার এই বিষয় দ্রুত ব্যবস্থা নেবেন। দীর্ঘ ১২ দিনের পানির সংকট সমাধান করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।