নাটকের গানে যৌথ কন্ঠে আভরাল সাহির ও সায়েবা সাকী
- আপডেট সময় : ১২:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ২২২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ চট্টগ্রামের সুকন্ঠী একজন গায়িকা সায়েবা সাকী৷ ছোট থেকেই গানের চর্চা করে এখনো গান নিয়ে অনেক স্বপ্ন দেখেন তিনি৷ দীর্ঘদিন পর গানের সাথে সম্পৃক্ত হলেন তিনি। রাইসুল তমালের পরিচালনায় ‘আমি প্রেম করবো’ নাটকে ‘থেকো পাশে’ শিরোনামের একটি গানে কন্ঠে দিয়েছেন তিনি৷ তার সাথে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের আলোচিত’শিল্পী’ নাটকে ‘বুক চিন চিন’ গানের সংগীত পরিচালক আভরাল সাহির। ‘থেকো পাশে’ গানের কথা লিখেছেন এম এ আলম শুভ। সুর ও সংগীত করেছেন আভরাল সাহির৷
‘আমি প্রেম করবো’ নাটকে অভিনয়ে জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ও সারিকা সাবাহ। ছোট থেকে গানের চর্চা করলেও এখন থেকে নিয়মিত হবেন সংগীত জগতে সায়েবা সাকী৷
সায়েবা সাকী জানান- এতদিন ভালো কাজ এর জন্য অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আভরাল সাহির ভাই এর সুর-সংগীতে ও এম এ আলম শুভ’র কথায় খুব রোমান্টিক একটি গান গাইলাম। ভালো একটি নাটকের গান বলে কাজটি করা। ভবিষ্যতেও ভালো ভালো কাজ করে যেতে চাই। গান কম হোক কিন্তু ভালো গান না হলে অপেক্ষা করবো৷ সামনে আরো বেশ কিছু ভালো নাটকের গানে গাওয়ার কথা চলছে। খুব শিগ্রই আমার শ্রোতা বন্ধুদের ভালো ভালো গান উপহার দিতে পারবো।
ঈদ উপলক্ষে নাটক ও গানটি প্রকাশ পাবে বলে জানান তিনি।