মোঃ সাহাবুদ্দিন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ১নং রহিমপুর ইউনিয়ন ও ৩নং মুন্সীবাজার ইউনিয়নের নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাত ৮টায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিকভাবে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমেদ তরফদার, আওয়ামীলীগ নেতা হায়দর আলী প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে রহিমপুর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নৌকার সমর্থনে এক মিছিল বের হয়।