প্রকাশিত হলো এমএল মাসুদের কলিজার টান
- আপডেট সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্টঃ দেশের শীর্ষ সারির অডিও ভিডিও প্রতিষ্ঠান জিসিরিজে প্রকাশিত হলো কন্ঠশিল্পী এমএল মাসুদের গাওয়া গানের মিউজিক্যাল ফিল্ম।
চমৎকার গল্পের মিউজিক্যাল ফিল্মটির শিরোনাম কলিজার টান।গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।গেলো সপ্তাহে জিসিরিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়।
মিউজিক্যাল ফিল্মটিতে এমএল মাসুদের সাথে অনবদ্য অভিনয় করেছেন মডেল অভিনেত্রী প্রিয়া ও আসিফ মাহমুদ।যে গল্পে ফুটে তোলা হয়েছে মিষ্টি প্রেম ও প্রেমের জন্য নিজেকে বিলিয়ে দেয়া সহ প্রতারণার বিষয়টি।
জানতে চাইলে কন্ঠশিল্পী এমএল মাসুদ বলেন,আমি ছোট বেলা থেকেই গানের প্রতি বেশ দুর্বল, গানই যেন নেশা গানই যেন বেঁচে থাকার প্রেরণা। এর আগেও আমার বেশ কয়েকটি মৌলিক গান বাজারে প্রকাশিত হয়েছে। কয়েক বছরের বিরতির পর আবারো মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলাম। কলিজার টান গানটি প্রকাশের পর থেকে সবার কাছ থেকে ভালোবাসা ও সুনাম পাচ্ছি। সবার জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা কামনা করছি।