কিভাবে বন্ধু হয় ভারত? – নুরুল কবীর
প্রকাশিত এপ্রিল ২, ২০২১, ১৮:০৬ অপরাহ্ণ
নজরুল কবীর:
ভারত তিস্তাসহ অন্যান্য নদীর পানি দিচ্ছে না।
ভারত তার ৩০ লক্ষ নাগরিককে বাংলাদেশী বলে রোহিঙ্গাদের মত এদেশে জোর করে চাপিয়ে দিতে চাইছে।
ভারত সমস্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে আর সেই কাঁটাতারে ফেলানীদের ঝুলিয়ে রাখছে। সে মামলা এখনও ঝুলছে। প্রতিদিনই সীমান্তে এদেশের লোককে গুলি করে হত্যা করছে। কই চিরশত্রু পাকিস্তানের সীমান্তে তো এভাবে হত্যা করতে পারছে না।
৫ লক্ষ ভারতীয় রেজিষ্টেশান ছাড়া কাজ করছে বাংলাদেশে। তারা প্রতিবছর তিন বিলিয়ন ডলার রেমিডেন্স পাঠায় ভারতে। আর প্রতিদিন ভারত বাংলাদেশের ইমেজ নষ্ট করছে এই বলে যে বাংলাদেশীরা সীমান্ত পেরিয়ে ভারতে যায় চাকুরীর জন্য।
বাংলাদেশের অর্থনীতি,রাজনীতি এবং সামরিক শক্তিকে এমন এক জায়গাতে নিয়ে যেতে হবে যাতে ভারত বুঝে ছোট্ট স্বাধীন রাষ্ট্র হলেও মানিয়ে চলতে হবে। আর এটা আমাদের আগামী ৫০ বছরের টার্গেট হোক।
ফেসবুক থেকে গৃহীত:
Related
error: Content is protected !!