জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির
- আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
হরতালসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
রোববার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এ সংবাদ সম্মেলন হবে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
গত শুক্রবার (২৬ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল হেফাজত ইসলাম।
হরতাল সমর্থনে সারাদেশে বিক্ষোভ মিছিল করেন হেফাজতকর্মীরা। সবচেয়ে বেশি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া যায় নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবির সদস্যরা হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। না সরে যাওয়ায় একপর্যায়ে ফাঁকা গুলি ছোঁড়েন বিজিবির সদস্যরা। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
হেফাজতে ইসলামের ডাকা হরতাল সমর্থনে সকাল থেকে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, গাছ ও খুঁটি ফেলে অবরোধ করেন মাদরাসাছাত্ররা।
এছাড়া শহরের ফুলবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবনে, ইন্ডাস্ট্রিয়াল স্কুলে ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে, পৌরসভায়, জেলা পরিষদ, প্রেসক্লাবে, দক্ষিণ মৌড়াইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের বাড়িতে, সরকারপাড়ায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের বাড়িতে হামলা চালানো হয়।
রাজশাহী নগরীর আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা দুটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে। আমচত্বরে টহলরত পুলিশ ধোঁয়া দেখে ট্রাক টার্মিনালের ভেতরে গিয়ে আগ্নিকাণ্ড দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।