সংবাদ শিরোনাম :
বিবর্তন_ তুহিন মাহামুদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
বিবর্তন_ তুহিন মাহামুদ
আকাশের দিকে পাহাড় তাকায়
নাকি পাহাড়ের দিকে তাকায় আকাশ!
সমুদ্র রয় বিস্ময় নির্বিকার
খোলস কি নির্মল শান্ত ভেতরটা খরস্রোত।
একটি কথা কিন্তুু বুঝেছি!
প্রকৃতি! তোমার হয়েছে বড় সর্বনাশ।
বনের পশু দৌঁড়ায় বনান্তরে
নিরাপদ আশ্রয় খোঁজে
মানুষও ছোটে বনের দিকে
অজানা আশার টানে!
মৃত্তিকা ফেটে শব্দ বের হয়
জানোয়ার কাঁপে থর থর!
আদম সুরতে হিংস্র পশু
করে তীব্র চিৎকার!