ভোটকেন্দ্র হস্তান্তর চক্রান্ত; বাউফলে ভোটারদের ভোট বর্জনের ডাক
- আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা : বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামের ঐতিহ্যবাহী ভোটকেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২০মার্চ – শনিবার বেলা ১১টায় ওই ইউনিয়নের নুরাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকশত নারী পুরুষের উপস্থিতে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কনকদিয়া ইউনিয়নের সাবেক দুই ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীর ও মিজানুর রহমান হিরোন ভোট কেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে এই নুরাইনপাশা এলাকার মানুষ নুরাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসছিল।
একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এ বছর কেন্দ্রটি স্থানান্তর করে ৫ কিলোমিটার দুরে কুম্ভখালী কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে যায়। বিষয়টি প্রকাশ হওয়ার পর গত ১৬ মার্চ কেন্দ্রটি পুর্নবহালের জন্য প্রধান নির্বাচন কমিশন বরাবরে আবেদন করা হয়েছে। তারা কেন্দ্রটি পূর্ণবহালের দাবী জানিয়েছেন। অন্যথায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ভোট বর্জন করবেন বলে হুশিয়ারি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল কনকদিয়া ইউনিয়নসহ এ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, নুরাইনপাশা গ্রামের ঐতিহ্যবাহী নুরাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করাকে দুস্কৃতকারীদের অপকৌশল বলে আখ্যায়িত করেছেন বাউফলের একমাত্র আঞ্চলিক অনলাইন পত্রিকা বাউফল প্রতিদিন ডট কমের সম্পাদক মোহাম্মাদ এনামুল হক এনা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (জাতীয় প্রেসক্লাব) সদস্য এনামুল হক এনা বলেন, নুরাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটির নিকটবর্তী ভোটার প্রায় ১৫০০ হলেও যেখানে স্থানান্তরিত করা হচ্ছে সেখানে ভোটার মাত্র ৪০০। এতেই স্পষ্ট হয় এটা নিঃসন্দেহে একটি বড় ধরনের ষরযন্ত্র।
সামগ্রিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভোট কেন্দ্রটি স্থানান্তর না করার আহ্বান জানান বাউফল প্রতিদিনের এ সম্পাদক।