শাকিব খানের ছোট ভাই চিত্রনায়ক ইমন

- আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খানের পাসওয়ার্ড সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক ইমন। ‘প্রেম কাহিনি-২’ সিনেমায় একসঙ্গে পাওয়া গেছিল তাদের। জানা গেছে, এই ছবিতে ইমন অভিনয় করবেন শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে।
আজ শুক্রবার রাজধানীর প্রিয়াকা শুটিং স্পটে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব-ইমন। ছবিটি পরিচালনা করছেন গুণী নির্মাতা মালেক আফসারি। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল হোসেন জয়।
এই প্রসঙ্গে নায়ক ইমন বলেন, ‘ছবির গল্প শুনে মুগ্ধ হয়েছি।গুণি পরিচালক মালেক আফসারি ভাইয়ের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছে। শাকিব ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। ছবিতে দেখা যাবে দুই ভাইয়ের গল্প। এখানে শাকিব ভাই আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। আমাকে একজন সাইকো মানুষের চরিত্রে দেখা যাবে ছবিতে।’
‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়াও আরো একজন নায়িকা এতে অভিনয় করবেন এখানে। পরে নতুন নায়িকার নাম প্রকাশ করা হবে বলে জানালেন প্রযোজক ইকবাল হোসেন জয়।