ফিরোজ প্লাবন ও সাধনার ‘থেকো আমারই হয়ে’
- আপডেট সময় : ০৮:৩৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্টঃ ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হলো জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন ও সাধনা সাহার রোমাঞ্চকর অনুভূতির রোমান্টিক গান। চমৎকার ডুয়েট গানটির শিরোনাম’থেকো আমারই হয়ে’।
গানটি লেখার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী ফিরোজ প্লাবন নিজেই।ভালোবাসা দিবস উপলক্ষে মিউজিক ভিডিও আকারে গানটি বাজনা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
‘
তোমাকে রেখেছি হ্রদয়ে,থেকো আমারি হয়ে’এমন চমৎকার কথামালার ডুয়েট গানটি যেন ভালোবাসার এক গল্প।জনপ্রিয় দুই শিল্পীর কন্ঠে গানটি যেন আবেগ মিশ্রিত ভালোবাসার এক কম্বিনেশন।
জানতে চাইলে,ফিরোজ প্লাবন বলেন,ডুয়েট গানটি সত্যি অসাধারণ হয়েছে,বিশেষ করে সাধনা খুব ভালো গেয়েছে,তার কন্ঠ বেশ মিষ্টি।আশা করছি রোমান্টিক এ গানটি সবার খুব ভালো লাগবে।
প্রসঙ্গে কন্ঠশিল্পী সাধনা সাহা বলেন,গানটি সব মিলিয়ে দারুণ হয়েছে,আমি বাজনা মাল্টিমিডিয়া সহ গানটির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি গানটি সবার পছন্দ হবে।