সংবাদ শিরোনাম :
ভয়ঙ্কর মানুষ – সাজেদা সাজি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ২১২ বার পড়া হয়েছে
ভয়ঙ্কর মানুষ – সাজেদা সাজি
মাথার উপর কাঁঠাল ভেঙ্গে
কোষগুলো সব খাও,
সাঙ্গ হবে এবার খেলা
যতই না দোষ দাও !
নিজের তুচ্ছ স্বার্থ রক্ষা করতে
দেখাও বাঁকা পথ,
সোজা পথে চলবোই পথ
দৃঢ় মনোরথ !
বিধির বিধান খুব মানো
দেখাও জনে জনে
মুখে তোমার মিষ্টি কথা
বিষের ছুরি মনে !
মানুষরূপী নাগ নাগিনী
চেনা কষ্টকর,
সাপকে তবু যায় যে চেনা
তুমি মানুষ বড়ই ভয়ঙ্কর !