একদিনেই করোনায় শনাক্ত পাঁচ লাখের বেশি
- আপডেট সময় : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
বিশ্বে করোনায় একদিনে শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৩ হাজার। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত ১০ কোটি ২৫ লাখ ৯২ হাজার। একদিনে সাড়ে ১৪ হাজারের বেশি মৃত্যুসহ মোট মৃত্যু ২২ লাখ ১৪ হাজার মানুষ। এরমধ্যে সুস্থ হয়েছে ৭ কোটি ৪৩ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২ কোটি ৮০ লাখ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এছাড়াও পহেলা ফেব্রুয়ারি থেকে ব্যাপক হারে টিকা প্রয়োগের জন্য নর্থ ক্যারোলাইনাসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্টেডিয়ামগুলো প্রস্তুত করা হয়েছে। এজন্য কাজ করছে দেশটির সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রে প্রথমবার দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে। দেশটিতে একদিনে মারা গেছেন ৩ হাজার ৪০৯ জন। নতুন শনাক্ত এক লাখ ৬০ হাজারসহ মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬৫ লাখ। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৪ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।
এদিকে, করোনার সংক্রমণ বাড়ছে যুক্তরাজ্য, মেক্সিকো, ব্রাজিল, ইতালি, স্পেনে। করোনার সংক্রমণ ঠেকাতে চীনের সিনোফার্ম করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে হাঙ্গেরি।