চসিকে আ. লীগ কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদের নিরঙ্কুশ বিজয়

- আপডেট সময় : ০১:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ২৩১ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে টানা ৪ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী । বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনি চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।
৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ৫ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি। আওয়ামী লীগের মনোনীত ছালেহ আহমদ চৌধুরী ঘুড়ি প্রতীকে ভোটে পেয়েছেন ৫ হাজার ৪৫৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হাসান ব্যাডমিন্টন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২৯ ভোট।
এ নিয়ে টানা ৪ বার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় এ এলাকার সচেতন মহল থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই খুশি তাদের চিরাচেনা ছালেহ আহমেদ কে আবারও জনপ্রিতিনিধির আসনে বসাতে পেরে।
টানা চতুর্থবারের মতো অপরাজিত থাকার আনন্দ-অনভূতি জানতে চাইলে ছালেহ আহমদ চৌধুরী বলেন, এলাকাবাসীর কাছে আমি চিরঋণী চর্তুথবারের মতো আমাকে কাউন্সিলর নির্বাচিত করায়।
ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ছালেহ আহমদ চৌধুরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও। বিভিন্ন সময়ে চসিকের ভারপ্রাপ্ত মেয়র, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব সামলিয়েছেন তিনি।